ঋষিশ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দ বলেছেন, “কেন আমাদের মধ্যে দুর্বলতা যায় না? অন্তরে অনন্ত শক্তি জাগ্রত হয় না? কারণ আমরা ‘তত্ত্বমসি’রূপ মহাবাক্যর রহস্য অবগত নই। অথচ এই রহস্য জানাই হল সর্বশ্রেষ্ঠ বিদ্যা এবং সাধনা। তাই ‘তত্ত্বমসি’র রহস্য জানো। ‘তৎ-ত্বম-অসি’ কিনা তুমিই সেই মৃত্যুহীন জীবন, তুমিই অনন্ত জ্ঞানস্বরূপ, তুমিই হলে অনন্ত আনন্দময়–অমৃতস্য পুত্র। অতএব এইরূপে নিজেকে জানো। আর তখনই কেবল তুমি যা চাইবে, তাই পাবে।'' স্বামীজির এমন আশাপ্রদ বাণীর মূর্ত প্রকাশ হল ‘তত্ত্বমসি’ পত্রিকা যা সগৌরবে উচ্চ প্রশংসিত হয়ে সামনের দিকে এগিয়ে চলেছে।
© 2017 Ramkrishna Vivekananda Mission Barrackpore . All Rights Reserved | Design by Webideasole